ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

জন্মের পরদিনই ইসরায়েলি বোমায় প্রাণ হারাল শিশু

২০২৩ অক্টোবর ৩০ ১১:০৮:১৯
জন্মের পরদিনই ইসরায়েলি বোমায় প্রাণ হারাল শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত শনিবার (২৮ অক্টোবর) শিশু উদয় আবি মোহসেনের জন্ম হয়। পরের দিন রোববার ইসরায়েলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নেয় সে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে জন্মসনদ পাওয়ার আগেই তার নামে মৃত্যুসনদ জারি হয়ে গেল। খবর গালফ টুডের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) গাজায় ইসরায়েলি বোমা হামলায় একদিনের শিশু উদয় আবি মোহসেন নিহত হয়েছে।

সাদা কাফনে মোড়ানো উদয়ের লাশের একটি ছবি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। উদয়ের কাফনে আরবিতে লেখা ছিল, উদয় আবি মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র একদিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। টানা তিন সপ্তাহের ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে