ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

হামাসের দপ্তর বন্ধের পরিকল্পনা নেই: কাতার

২০২৩ অক্টোবর ৩০ ১০:২৫:৪৮
হামাসের দপ্তর বন্ধের পরিকল্পনা নেই: কাতার

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা কাতারের নেই। বর্তমানে গাজায় আটকে থাকা ইসরাইলি বন্দীদের মুক্তি এবং উত্তেজনা নিরসনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখা জরুরি। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর- পার্সটুডে

তিনি বলেন, দোহায় হামাসের দপ্তর উত্তেজনা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গত সেপ্টেম্বরের উত্তেজনা নিরসনেও এই দপ্তরের ভূমিকা ছিল বলে আনসারি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে দোহায় অবস্থিত হামাসের দপ্তর অত্যন্ত কার্যকরী একটি চ্যানেল। এটাকে বন্ধ করে দিলে হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির সুযোগ হাতছাড়া হবে। গাজায় ইসরাইলের স্থল অভিযান বন্দী মুক্তির বিষয়ে কাতারের প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে বলে জানান এই মুখপাত্র।

শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে