ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ফিলিস্তিনের পক্ষে ভারতে লাখো মানুষের সমাবেশ

২০২৩ অক্টোবর ২৯ ১৪:৪৫:২২
ফিলিস্তিনের পক্ষে ভারতে লাখো মানুষের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক : পাশের দেশের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাজ্যটির কোঝিকোডে লক্ষাধিক ভারতীয় নাগরিকের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহৎ এই সমাবেশের আয়োজক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) কেরালা কমিটি বলেছে, একটি স্পষ্ট বার্তা দিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। বার্তাটি হলো : ফিলিস্তিন বাঁচান, মানবতা বাঁচান। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করে ফিলিস্তিন মুক্ত করুন।

আয়োজকরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রতি বিশ্ববাসীর মনোযাগ আকর্ষণ করতে তারা এই সমাবেশ করেছেন। চূড়ান্ত শান্তি আনতে সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সংলাপের ওপর জোর দিয়েছেন তারা। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মিছিল ও সমাবেশ করছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে