ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

হোলসিমের ‘রেকর্ড’ মুনাফা

২০২৩ অক্টোবর ২৮ ১৪:১৫:৩৩
হোলসিমের ‘রেকর্ড’ মুনাফা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) হোলসিমের পরিচালন মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। অর্থবছরের চতুর্থ প্রান্তিকেও কোম্পানিটির প্রবৃদ্ধি বজায় রাখার প্রত্যাশা করছে বিশ্বের শীর্ষ সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

প্রভাবশালী সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার ও নাসডাকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সম্প্রতি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে হোলসিম।

প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বরে শেষ হওয়া ৩ মাসে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত কোম্পানিটির পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩.১০ শতাংশ।

আলোচ্য সময়ে মোট লাভ হয়েছে ১.৬০ বিলিয়ন সুইস ফ্রাংক বা ১.৭৮ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে যা বেশি। তাদের অনুমান ছিল ১ দশমিক ৫৬ বিলিয়ন ফ্রাংক।

প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির সুদ ও করপূর্ব মুনাফা হয়েছে (ইবিআইটি) রেকর্ড ১ হাজার ৬০০ মিলিয়ন সুইস ফ্রাংক। একই সময়ে মূল প্রবৃদ্ধি ঘটেছে ৪.৩০ শতাংশ।

আলোচ্য সময়ে নিট বিক্রি হয়েছে ৭৩৪০ মিলিয়ন ফ্রাংক। সবমিলিয়ে এ বছর বিক্রি ১৭ শতাংশ বাড়বে বলে আশা করছে হোলসিম। আগে যে পূর্বাভাস ছিল ১৬ শতাংশ।

হোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান জেন জেনিচ বলেন, বিশ্বজুড়ে অর্থনীতি শ্লথ রয়েছে। ভূ-রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক মুদ্রাবাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে বিশ্বব্যাপী সিমেন্টের চাহিদা কমেছে। তবু সব অঞ্চলে মুনাফা এনে দেয়ায় হোলসিম পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই।

শেয়ারনিউজ, ২৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে