ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী হামাস কমান্ডার নিহত!

২০২৩ অক্টোবর ২৭ ১০:২০:৩৪
ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী হামাস কমান্ডার নিহত!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে তারা হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে হত্যা করেছে, যিনি হামলার পরিকল্পনা করেছিলেন। খবর-বিবিসি

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ওই হামলার পরিকল্পনায় সহায়তাকারী হামাসের আরেকজন সিনিয়র কমান্ডার তাদের হামলায় নিহত হয়েছে।

আইডিএফ জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদ ও তার গোয়েন্দা শাখার অস্ত্র ঘাটিতে হামলা চালিয়েছে।

বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। ওই ভিডিওতে শাদি বারুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়।

আইডিএফ বলছে, গাজা উপত্যকায় হামাসের প্রধান শাদি বারুদ ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে