ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

মধ্যপ্রাচ্যে ৬ যুদ্ধ জাহাজ মোতায়েন করল চীন

২০২৩ অক্টোবর ২৪ ১২:০২:২৪
মধ্যপ্রাচ্যে ৬ যুদ্ধ জাহাজ মোতায়েন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ক্রমবর্ধমান হামাস-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঠানো যুদ্ধ জাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ জিবোও রয়েছে। এর আগে গত শনিবার (১৪ অক্টোবর) চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধ জাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে মাস্কাট উপকূল ছেড়ে যায়।

এই যুদ্ধজাহাজগুলো গত বুধবার (১৮ অক্টোবর) পাঁচ দিনের সফরে কুয়েতের শুওয়াইখ বন্দরে অবতরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই যুদ্ধজাহাজগুলো কুয়েতে অবস্থান করছে বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ছাড়া ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে। অন্যদিকে চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এমন উত্তেজনাকর পরিস্তিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধ জাহাজ মোতায়েন করল চীন সরকার।

শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে