ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডলার কেনার দর বাড়ল

২০২৩ অক্টোবর ২২ ০৯:৪৯:৩০
ডলার কেনার দর বাড়ল

নিজস্ব প্রতিবেদক : ব্যাংকগুলো ডলার কিনতে রেট বাড়িয়েছে। আজ রোববার (২২ অক্টোবর) থেকে প্রতি ডলারে ১১০ টাকা দিয়ে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে ব্যাংকগুলো। তবে ডলার বিক্রির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা।

গত শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। শনিবার এ সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।

ডলারের দর হুহ করে বাড়তে থাকায় ২০২২ সালের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করছে ব্যাংকগুলো। কখনোই কেনার চেয়ে বিক্রির দর কম ছিল না। এবারই প্রথম কেনার চেয়ে বিক্রির দর কম দেখানোর সুযোগ দেওয়া হলো।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে