ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

গাজায় যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে চিঠি ৬০ হলিউড তারকার

২০২৩ অক্টোবর ২১ ১৯:৩৯:৪৪
গাজায় যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে চিঠি ৬০ হলিউড তারকার

নিজস্ব প্রতিবেদক : অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

লিখিত বার্তায় তারা বলেছেন, 'পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।' খবর আল-জাজিরার

ওই বার্তায় আরও লেখা হয়, 'এ ঘটনায় আমরা নীরব ছিলাম-এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।'

অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও সেই বার্তায় করা হয়েছে।

বার্তায় সই করা ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি। শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে