ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সম্পত্তির লোভে ১৬ ঘনিষ্ঠ আত্মীয়কে বিষ প্রয়োগ দুই নারীর

২০২৩ অক্টোবর ২১ ১৯:৩৪:১১
সম্পত্তির লোভে ১৬ ঘনিষ্ঠ আত্মীয়কে বিষ প্রয়োগ দুই নারীর

নিজস্ব প্রতিবেদক : চার একরের জমির বিবাদ নিয়ে দুই নারী মারাত্মক থালিয়াম বিষ দিয়ে স্লো পয়জন করে ১৬জন ঘনিষ্ঠ আত্মীয়কে হত্যা চেষ্টা করেছে। এই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ওই দুই নারী।

শুক্রবার রোজা রামটেক এবং সংঘমিত্রা কুম্ভরে নামের দুই নারীকে পুলিশ শনিবার আদালতে পেশ করে। তাদের পুলিশ হেফাজত হয়েছে।

১৬ জন আত্মীয়ের মধ্যে পাঁচজন ইরিমধ্যেই মারা গেছেন। এরা হলেন, সংঘমিত্রা স্বামী রোশন, শশুর শাশুড়ি শঙ্কর ও বিজয়া, বিজয়ার বোন বর্ষা উগদে এবং রোশনের বোন কোমল। সংঘমিত্রার মারার উদ্দেশ্য ছিলো না।

শশুর এবং শাশুড়িকে মারার মোটিভ ছিল তার। কিন্তু, রোজা রামটেক সব গন্ডগোল করে দেয়। তার প্রেরণায় এই কাজ করে সংঘমিত্রা। সে আসলে একজন কৃষি বিজ্ঞানী। তার পক্ষে থালিয়াম বিষ জোগাড় করা কঠিন হয়নি। চার একরের জমিটি সম্পর্কে রোজার স্বামী প্রমোদের চার বোন উৎসাহ প্রকাশ করতেই রোজা তাদের খুন করার পরিকল্পনা করে। হাত মেলায় নিকট আত্মীয় কৃষি বিজ্ঞানী সংঘমিত্রার সঙ্গে।

মোট ১৬ জনকে স্লো পয়জন করে মারার পরিকল্পনা করেছিল রোজা। তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই মৃত, তিনজন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

পুলিশ বলছে - এই রকম অপরাধের ঘটনা রোজ ঘটে না। এইরকম অপরাধীও দেখতে পাওয়া যায় না। পুলিশ রোজার স্বামী প্রমোদের এই ঘটনার সঙ্গে যোগাযোগ খুঁজছে।

সম্পত্তির লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এই ঘটনা তারই প্রমাণ। দুই মহিলা এই ঘটনায় ঘাতকের ভূমিকায়। আইনজ্ঞরা বলছেন - এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। গরচউলির এই ঘটনা ভারত হতবাক।

শনিবার দুই ঘাতককে দেখতে আদালতে ভিড় উপচে পড়ে। শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে