ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অবশেষে গাজায় অবস্থানকারীদের জন্য সুখবর

২০২৩ অক্টোবর ২১ ১৬:৫৯:২৫
অবশেষে গাজায় অবস্থানকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : অবশেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক। আজ শনিবার দুপুরের দিকে এই ট্রাকগুলো রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন।

যুদ্ধের ধামামার মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

তীব্র মানবিক সংকটে আছেন লাখ লাখ ফিলিস্তিনি। সংঘাত শুরুর পর প্রায় ১৪ দিন পানি ও জ্বালানি প্রবেশ করেনি গাজায়। রাফাহ সীমান্তে এসেও ত্রাণবাহী ট্রাক আটকেছিল কূটনৈতিক জটিলতার কারণে।

বিবিসি জানিয়েছে, অবশেষে সেই ট্রাক ঢুকেছে। এবং সেখান থেকে ছোট ছোট ট্রাকে সেগুলো বোঝাই করা হচ্ছে ।

গাজা উপত্যকায় কলেরাসহ অন্যান্য ভয়াবহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইসরায়েলের অনবরত হামলায় বিপর্যস্ত এই উপত্যকায় পানি ও স্যানিটেশনের সুবিধা এখন নেই বললেই চলে। তাই রোগ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। প্রতিদিন জনপ্রতি মাত্র তিন লিটার পানি পাচ্ছেন গাজাবাসী।

ত্রাণ পরিবহনের জন্য খোলা এই সীমান্ত কতক্ষণ খোলা থাকবে তা এখনো নিশ্চিত নয়। ইসরায়েল জানিয়েছে, তারা ২০টি ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে।

শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে