ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

রেস্টুরেন্টের বিল এড়াতে করতেন হার্ট অ্যাটাকের অভিনয়, অবশেষে গ্রেপ্তার

২০২৩ অক্টোবর ১৯ ১৭:১৩:৫৪
রেস্টুরেন্টের বিল এড়াতে করতেন হার্ট অ্যাটাকের অভিনয়, অবশেষে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ব্লাঙ্কা অঞ্চলে একটি রেস্তোরাঁর বিল পরিশোধ এড়াতে হার্ট অ্যাটাকের অভিনয় করার জন্য পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ৫০ বছর বয়সী এই ব্যক্তি ২০টিরও বেশি রেস্তোরাঁয় কাজ করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি লাউডের বরাতে এমনটি জানিয়েছে এনডিটিভি।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে ধরা পড়েন লোকটি। তিনি একটি রেস্টুরেন্টের ৩৭ ডলাররের খাবার বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেছিল। পরে রেস্টুরেন্টের কর্মীরা তাকে আটক করে এবং খাবারের মূল্য পরিশোধ করতে বলে। তখন লোকটি বলেন, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন।

রেস্তোরাঁর ব্যবস্থাপক জানান, তিনি অজ্ঞান হওয়ার ভান করে মেঝেতে শুয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে অন্য রেস্টুরেন্টে এ ধরনের কাজ করার কারণে লোকটিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে।

শেয়ারনিউজ, ১৯ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে