ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩০০

২০২৩ অক্টোবর ১৮ ১৮:০৯:৩৬
গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩০০

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০০-এ দাঁড়িয়েছে। গত ৭ অক্টোবর প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এসময় কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়। নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গাজায় নিহতের সংখ্যা এখন ৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৫০ জনের বেশি আহত হয়েছেন।

অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০। এ ছাড়া আহত হয়েছে ৩ হাজার ৫০০। এদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।

তবে সংগঠনগুলো প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে না পারায় গাজা থেকে আটক ফিলিস্তিনিদের সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে