ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলকে এবার ইরানের সর্বোচ্চ নেতার কড়া হুঁশিয়ারি

২০২৩ অক্টোবর ১৭ ১৯:১৭:২৫
ইসরায়েলকে এবার ইরানের সর্বোচ্চ নেতার কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে নিহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইসরায়েলি বাহিনীর এসব হামলা অব্যাহত থাকলে মুসলমানদের ক্রোধ ও প্রতিরোধ জোট কেউই টিকতে পারবে না। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দক্ষিণ তেহরানে দেশের বুদ্ধিজীবী ও বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ইসরায়েলের অপরাধ চলতে থাকলে মুসলমান ও প্রতিরোধ বাহিনী ধৈর্যচ্যুত হয়ে পড়বে। তাদের কেউ থামাতে পারবে না। এটা তাদের জানা উচিত। এটাই সত্য।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইরান। গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান নৃশংসতার জন্য দখলদার ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনে গণহত্যার মতো অপরাধ করছে ইসরায়েলি সরকার। পুরো বিশ্ব তা দেখছে।

এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ না করলে আগামী কয়েক ঘণ্টায় প্রতিরোধ জোট আগাম ব্যবস্থা নেবে।

প্রতিরোধ জোট বলতে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বুঝিয়ে থাকে ইরান। এদের মধ্যে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও রয়েছে। এমন সতর্কবার্তা দেওয়ার আগে গত শনিবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেন আমির আব্দুল্লাহিয়ান।

শেয়ারনিউজ, ১৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে