ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা

২০২৩ অক্টোবর ১৫ ১৬:৪৫:১১
ইসরায়েলে আল জাজিরা ব্যুরো বন্ধের প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী আল জাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করার চেষ্টা করছেন। রোববার (১৫ অক্টোবর) তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে হামাসপন্থী উস্কানি দেওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্ভাব্য আক্রমণের সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। খবর রয়টার্সের।

আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি যাচাই করেছেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের মাধ্যমেও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কার্হি।

তবে এ বিষয়ে আল জাজিরা এবং দোহার সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না। কার্হি ইসরায়েলের আর্মি রেডিওকে বলেছেন, ‘এটি এমন একটি স্টেশন যা উসকানি দেয়, এটি এমন একটি স্টেশন যা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সৈন্যদের ছবি তোলে যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানমূলক এবং প্রচারণার মুখপত্র।’

তিনি আরও বলেছেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে যায়। আমি আশা করি আমরা আজ এটি বন্ধ করব।’ পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভা আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কিনা তা পরিষ্কার ছিল না।

শেয়ারনিউজ, ১৫ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে