ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরাইলে হামাসের আরও ১৫০ রকেট নিক্ষেপ

২০২৩ অক্টোবর ১৩ ১৭:৪৮:২৬
ইসরাইলে হামাসের আরও ১৫০ রকেট নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দখলদার ইসরাইল। তবে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না বলে জানিয়েছে হামাস। এর বাইরে ইসরায়েলের আল্টিমেটাম উপেক্ষা করে দেশটিতে আরও অন্তত দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে সংস্থাটি।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে হামলার প্রথম দিনে কয়েক লাখ রকেট নিক্ষেপ করে। এরপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা ইসরায়েলের ভেতরে হামলা চালায়। জবাবে ইসরাইল গাজায় ব্যাপক বিমান হামলা চালায়। গত ছয় দিন ধরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। আহত হন বহু মানুষ।

শুক্রবার (১৩ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, ইসরাইল যখন ভূমি থেকে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন ফের রকেট হামলা শুরু করেছে হামাস।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জনিয়েছে, বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত ও লক্ষ্যবস্তু করার প্রতিক্রিয়ায় ইসরাইলের আশকেলন শহরের দিকে ১৫০টি রকেট ছোড়া হয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে ইরাকের রাজধানী বাগদাদ ও জর্ডানে বিক্ষোভ হয়েছে। শিয়া নেতা মোক্তাদা আল সদরের আহ্বানে বাগদাদের তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ হাজির হয়ে বিক্ষোভ করেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

একইভাবে ইসরাইল সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল করেছেন জর্ডানের শত শত নাগরিক।

এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত শনিবার (০৭ অক্ট বর থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছেন।

ইসরাইল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে শুক্রবার (১৩ অক্টোবর) জানিয়েছে জাতিসংঘ।

শেয়ারনিউজ, ১৩ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে