ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

এবার মিসরকে হুমকি দিল ইসরায়েল

২০২৩ অক্টোবর ১১ ০৯:৫০:৪৫
এবার মিসরকে হুমকি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : এবার মিসরকে হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলভিত্তিক হিব্রু ভাষার গণমাধ্যম চ্যানেল ১২ সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে। যদি রাফা ক্রসিং দিয়ে যদি কোনো ত্রাণ বহনকারী ট্রাক গাজায় প্রবেশের চেষ্টা করে তবে ইসরায়েল তাদের ওপর হামলা চালাবে। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে গণমাধ্যমটি।

ফিলিস্তিনে মিসরের সাহায্যকারী যানবাহনে হামলার হুমকি দিলেও হামাসের সঙ্গে সমঝোতার জন্য মিসরের শরণাপন্ন হয় ইসরায়েল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মিসর সরকারকে হামাসের কাছে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনায় সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে।

তবে হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে সংগঠনটি। এই দলগুলো ইসরায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ইসরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন।

এদিকে ইসরায়েলকে হামলার ব্যাপারে আগেই সতর্ক করেছিল মিসর। গত ৯ অক্টোবর মিসরীয় গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা সাম্প্রতিক হামলা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন।

টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, তিনি সোমবার (০৯ অক্টোবর) গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলকে বারংবার সতর্কতা দেওয়া হয়েছিল যে, গাজাভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো বড় কিছুর পরিকল্পনা ফাঁদছে।

মিসরীয় এ কর্মকর্তা বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর নিয়েই বেশি মনোযোগী ছিল। তারা গাজার ব্যাপারে কম গুরুত্ব দিয়েছে।

অ্যাসোসিয়েট প্রেস জানায়, মিসরীয় এ কর্মকর্তা আরও বলেন, আমরা তাদের এমন বড় একটি বিস্ফোরক অবস্থার বিষয়ে সতর্ক করে আসছিলাম। তবে তারা এসব সতর্কবার্তার তোয়াক্কা করেনি।

শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে