ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভেনিজুয়েলার

২০২৩ অক্টোবর ১০ ২২:৩৭:৫৫
ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভেনিজুয়েলার

নিজস্ব প্রতিবেদক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করেছেন।

মঙ্গলবার এক টেলিভিশন বক্তৃতায় মাদুরো বলেন, ‘জাতিসংঘের মহাসচিব একটি বিবৃতি জারি করেছেন, যা আমরা সাবধানতার সঙ্গে পড়ি। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা শুরু হয়েছে সে সম্পর্কে সতর্কতা হিসাবে।

এপির খবরে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা অতীতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতা প্রত্যক্ষ করেছি।’

নিকোলাস মাদুরো বলেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধবিরতি, জাতিসংঘের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা, জনগণের অধিকারের প্রতি সম্মান এবং ফিলিস্তিনি জনগণকে স্বাধীন ভ‚মি এবং শান্তির অধিকার দিতে আলোচনা শুরুর দাবি জানাই।’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘আমি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছি এবং আমি শান্তির পক্ষে।’

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে