ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি গুজব

২০২৩ অক্টোবর ১০ ১৮:৫০:৩৪
অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি গুজব

বিনোদন ডেস্ক : নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে গুজব। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা সেন। মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (০৯ অক্টোবর) রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নন্দনা বলেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভালো আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে হঠাৎ করেই অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যার ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন।’

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ করেই অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যার 'সূত্র' ছিলেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার 'এক্স' অ্যাকাউন্ট থেকে বলা হয়, 'মর্মান্তিক খবর! আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন।'

নন্দনা বলেন, ‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সুস্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে