ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

একধাক্কায় আদানির সম্পত্তি অর্ধেকের নিচে, ভারতের সবচেয়ে ধনী আম্বানি

২০২৩ অক্টোবর ১০ ১৮:৪১:৩১
একধাক্কায় আদানির সম্পত্তি অর্ধেকের নিচে, ভারতের সবচেয়ে ধনী আম্বানি

নিজস্ব প্রতিবেদক : ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী ভারতের ধনকুবেরদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। মঙ্গলবারই প্রকাশিত নতুন তালিকায় জানা গেল এমনটাই।

২০১৪ সালে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার ১০০ কোটি রুপি। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৭০০ কোটিতে। গত বছরের থেকে সম্পত্তি বেড়েছে ২ শতাংশ।

অন্যদিকে আদানির সম্পত্তি এক লাফে গত বছরের তুলনায় কমেছে ৫৭ শতাংশ। তার বর্তমান সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি রুপি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ৮২ বছরের সাইরাস এস পুণেওয়ালা ও তার পরিবার। তাদের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার লেনদেন বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি রুপি। যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

চার ও পাঁচ নম্বরে রয়েছেন শিব নাদর ও লন্ডনের গোপীচাঁদ হিন্দুজা। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২ লক্ষ ২৮ হাজার ৯০০ কোটি ও ১ লক্ষ ৭৬ হাজার ৫০০ কোটি রুপি।

ষষ্ঠ স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান দিলীপ শাংভি (১ লক্ষ ৬৪ হাজার ৩০০ কোটি রুপি)।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে