ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যপারে যা জানাল হামাস

২০২৩ অক্টোবর ১০ ১৪:৪৩:৫৪
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যপারে যা জানাল হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলার পরও দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে এবং দুই দেশে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। গতকাল সোমবার (০৯ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান মুসা আবু মারজুক এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন হয়েছে।’ ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের আলোচনা জন্য হামাস প্রস্তুত। সব ধরনের রাজনৈতিক সংলাপের জন্যই তারা উন্মুক্ত রয়েছে।

শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে