ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পাল্টাপাল্টি হামলায় ফিলিস্তিন-ইসরায়েলে নিহত ৫০০

২০২৩ অক্টোবর ০৮ ০৯:৩৯:০৬
পাল্টাপাল্টি হামলায় ফিলিস্তিন-ইসরায়েলে নিহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক : হামলা-পাল্টা হামলায় রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন ও ইসরাইল। লাশগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আহতদের আর্তনাদ ও স্বজন হারানোদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এরই মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ হাজারেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (০৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে ইসরায়েলে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও শত শত মানুষ।

হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জানিয়েছে, শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছুড়ে হামাস। হামলার প্রথম ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে। এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

রামাল্লাহতে আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি জানান, ইসরায়েল ধারণা করছে চারটি ভিন্ন এলাকা দিয়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। ১৯৪৮ সালের পর ইসরায়েলে প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ঘটেছে।

শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে