ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলের বিমান হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত

২০২৩ অক্টোবর ০৭ ২১:২৫:২৪
ইসরায়েলের বিমান হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৬০০ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আজ শনিবার হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পাল্টা হামলা চালায় ইসরায়েলের বাহিনী।

এর আগে আজ ইসরায়েলজুড়ে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস। ইসরায়েলে অন্তত পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে হামাস।

ওই হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। এতে ৭৫০ জন আহত হয়েছেন।

হামাসের হামলার পর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ‘ইসরায়েলের নাগরিকগণ, আমরা এখন যুদ্ধাবস্থায়, কোনো অভিযান বা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে না যুদ্ধের মধ্যে।’

হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন। যুক্তরাষ্ট্র জানায়, ‘আত্মরক্ষার জন্য যা প্রয়োজন’ তা নিশ্চিত করতে ইসরায়েল কাজ করবে।

শেয়ারনিউজ, ০৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে