ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

১০৪ বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে লাফ

২০২৩ অক্টোবর ০৪ ১৮:৫১:৪৩
১০৪ বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে লাফ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো বাসিন্দা ডরোথি হফনার একশ চার বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে লাফ দিয়ে বিশ্বাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

গত রোববার (০১ অক্টোবর) শিকাগো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অটোয়া নামে একটি এলাকায় এই স্কাই ডাইভ সম্পন্ন করেন ডরোথি। মাটিতে পা ছুঁয়েই বলেন, ‘বয়স একটি সংখ্যা ছাড়া কিছু নয়।’

১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন ডরোথি। ২০১৮ সালে তিনি ১০০ বছরে পা রাখেন। ওই বছরই ১০ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভ দেন তিনি। তখনই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন।

১০০ বছর পরেও যে তিনি ফুরিয়ে যাননি—এবার ১৩ হাজার ফুট ওপর থেকে লাফ দিয়ে তিনি প্রমাণ করলেন। এর মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে চলেছেন ডরোথি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লাফ দিয়ে আকাশে ৭ মিনিট ভেসেছিলেন ডরোথি। সাত মিনিট আকাশে ভেসে মাটিতে নামেন তিনি।

ডরোথি বলেন, ‘দারুণ। সব কিছু আনন্দদায়ক আর দুর্দান্ত ছিল। এর চেয়ে ভালো আর হতে পারে না।’

শেয়ারনিউজ, ০৪ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে