ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভূমিকম্পে কাঁপলো নেপাল-ভারত

২০২৩ অক্টোবর ০৩ ১৭:২২:৩১
ভূমিকম্পে কাঁপলো নেপাল-ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলের বাজহাং জেলায় এ দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের।

জানা যায়, প্রথম ভূমিকম্প মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। এর ২৫ মিনিট পর বিকেল ৩টা ০৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৩ রেকর্ড করা হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাত্র ৫০ মিনিটের ব্যবধানে নেপালে চারবার ভূমিকম্প হয়েছে। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এ তথ্য দিয়েছে এনডিটিভি। এসব ভূমিকম্প নয়াদিল্লিতিও অনুভূত হয়েছে।

এদিকে ভারতের অরুণাচল প্রদেশে বিকেল সাড়ে ৩টার দিকে ৫.২ মাত্রার ভূমিকম্প এবং উত্তরাখণ্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এসব ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ারনিউজ, ০৩ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে