ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ঝাড়ু হাতে ময়লা সাফ করে যে বার্তা দিলেন মোদি

২০২৩ অক্টোবর ০১ ১৯:১৩:২৯
ঝাড়ু হাতে ময়লা সাফ করে যে বার্তা দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে হাজার হাজার মানুষ রোববার (০১ অক্টোবর) গান্ধী জয়ন্তীর আগে এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিল। এ সময় তাকে ঝাড়ু-বেলচা দিয়ে ময়লা পরিষ্কার করতে দেখা যায়। সঙ্গে ছিলেন দেশের ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বায়ানপুরিয়া।

অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে মোদি লিখেছেন, 'আজ, জাতি যেমন স্বচ্ছতার দিকে মনোনিবেশ করেছে, অঙ্কিত বায়ানপুরিয়া এবং আমিও তাই করেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস ও সুস্থতারও প্রচার করেছি।'

মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীসহ আরও বেশ কয়েকজন বিজেপি নেতা দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি প্রধান জেপি নাড্ডা দিল্লিতে একই কর্মসূচি পালন করেছেন।

এ সময় ভারতবাসীর উদ্দেশে পরিষ্কারের জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ রাখার আহ্বান জানান। সেইসঙ্গে এই উদ্যোগকে তিনি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে ‘স্বচ্ছাঞ্জলি’ বলে অভিহিত করেন।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে