ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেন বন্ধ ৯৬ কোম্পানির

২০২৩ অক্টোবর ০১ ১৮:৫৪:৪৪
লেনদেন বন্ধ ৯৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতে মোট ৩৮৮টি কোম্পানি রয়েছে। এরমধ্যে ৮টি খাতের সবগুলো কোম্পানির শেয়ার লেনদেন হলেও ১২টি খাতের ৯৬টি কোম্পানির একটি শেয়ারও লেনদেন হতে দেখা যায়নি। অর্থাৎ আজ সপ্তাহের প্রথম কাযদিবস রোববার (০১ অক্টোবর) অঘোষিতভাবে এই ৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

শেয়ারবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে থাকলেও কম বেশি শেয়ার লেনদেন হতে দেখা যায় অনেক কোম্পানিরই। কিন্তু এই ৯৬টি কোম্পানির একটি শেয়ারও আজ (০১ অক্টোবর) লেনদেন হতে দেখা যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই কোম্পানিগুলোর শেয়ার প্রায়ই লেনদেন হয় না। কোন কোন কোম্পানির গত দুই তিন মাসেও একটি শেয়ার লেনদেন হতে দেখা যায়নি। আর সপ্তাহ ১০দিন বা ১৫ দিন একটি শেয়ারও লেনদেন হয়নি এমন কোম্পানির সংখ্যা অনেক রয়েছে।

এই সমস্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে নিজেদেরকে ছোট মনে করছে অনেক বিনিয়োগকারী। নিজেদের অর্থের প্রয়োজন হলেও শেয়ার বিক্রি না করতে পারার কারণে হতাশা প্রকাশ করেন অনেক বিনিয়োগকারী। অনেকে এই পরিস্থিতির কারণে বাজার থেকে সব শেয়ার বিক্রি করে চলে যাওয়ারও ক্ষোভ প্রকাশ করেন।

আজ ডিএসইর তালিকাভুক্ত ৯৬টি কোম্পানি ও ফান্ডের একটি শেয়ার ও ইউনিট লেনদেন না হওয়ার মধ্যে বস্ত্র খাতেরই রয়েছে ২৭টি কোম্পানি। আর মিউচ্যুয়াল ফান্ড খাতে রয়েছে ২১টি ফান্ড। আর আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতে রয়েছে ১৩ টি ১০টি করে কোম্পানি।

এছাড়াও, ব্যাংক খাতে ৫টি, সিমেন্ট খাতে ১টি, সিরামিক খাতে ২টি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬টি, বিমা খাতে ২টি, বিবিধ খাতে ২টি, ওষুধ ও রসায়ন খাতে ৬টি এবং ভ্রমণ খাতে ১টি করে কোম্পানির শেয়ার মোটেও লেনদেন হয়নি।

শেয়ারনিউজ, ০১ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে