ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সেপ্টেম্বরে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিয়েছে ৯ কোম্পানির শেয়ার

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১২:১৭:১৪
সেপ্টেম্বরে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিয়েছে ৯ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ভিসানীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সেপ্টেম্বর মাসে দেশের শেয়ারবাজারে বেশ মন্দাভাব পরিলক্ষিত হয়েছে। মাসটির প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ২৯৯ পয়েন্ট। যা শেষ কর্মদিবসে এসে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে।

এতে দেখা যায়, মাসের ব্যবধানে সূচক কমেছে ৯ পয়েন্ট। সূচক কমার পাশাপাশি তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও কমেছে। এমন হতাশার মধ্যেও সেপ্টেম্বর মাসে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দিয়েছে ৯ কোম্পানির শেয়ার। যেগুলো বিনিয়োগকারীদের ২৯ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। ডিএসই ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বোচ্চ রিটার্নের শেয়ারগুলো হলো-ক্রিস্টাল ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স,ইউনাইটেড ইন্সুরেন্স, ডেফোডিল কম্পিউটার্স, ইমাম বাটন, শ্যামপুর সুগার, ইস্টার্ন ইন্সুরেন্স ও কর্ণফুলী ইন্সুরেন্স লিমিটেড।

আলোচ্য মাসে ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৮৮.৩৪ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬৮.৮৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৪৯.৭২ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৪৩.৪৯ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্সের ৪৩.৩১ শতাংশ, ইমাম বাটনের ৩৯.৩৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৩১.৩৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩০.৬৩ শতাংশ ও কর্ণফুলী ইন্সুরেন্সের ২৯.৩০ শতাংশ।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন, এমন বিনিয়োগকারীর সংখ্যা একেবারেই কম। যারা রিটার্ন পেয়েছেন তারা হলো বড় বিনিয়োগকারী, যারা কারসাজি করে কোম্পানিগুলো শেয়ারদর বাড়িয়েছেন। যারা এখনো বেশিরভাগ শেয়ারেই আটকা পড়েছেন। যে কারণে প্রতিদিনই টানাটানি করে শেয়ারগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তাদের ওপর চাপানোর প্রয়াস চালাচ্ছেন। শেয়ারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেনবাজার সংশ্লিষ্টরা।

শেয়ারনিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে