ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালকের সাথে সিএসইর এমডির সৌজন্য সাক্ষাৎ

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৭:৩৪:৫০
ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালকের সাথে সিএসইর এমডির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম ফারুক।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। সিএসই থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ডিএসইর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাই শেয়ারবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে একসাথে কাজ করতে হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম ফারুক বলেন, শেয়ারবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে এবং আরও নতুন নতুন প্রডাক্ট যেমন- নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে৷ আমি আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায়, বিশেষ করে ডিএসই ও সিএসই-এর যৌথ প্রচেষ্টায় দেশের শেয়ারবাজারে পণ্য বৈচিত্রে বৈচিত্রময় করে সকলের আস্থা অর্জনে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে ৷

পরে সিএসই-এর এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম ফারুক ডিএসই-এর নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শূভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান৷

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে