ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদিতে আরও ১৫০৫৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৮:৪২:০৪
সৌদিতে আরও ১৫০৫৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব গত সপ্তাহে প্রায় ১৫ হাজার ৫৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। দেশটির আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ৯ হাজার ৫৩৮ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী ৩ হাজার ৬৯৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী ১ হাজার ৮২২ জন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে যারা অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করে বা তাদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা প্রদান করে তাদের ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও পরিবহন ও বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে