ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

আড়ালে দান করেন আমির খান

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৩:৫১:২৮
আড়ালে দান করেন আমির খান

বিনোদন ডেস্ক : মৌসুমী বন্যায় ভারতের হিমাচল প্রদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রদেশের বেশ কিছু এলাকা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকার হিমাচলের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ‘অপড়া রহত কোষ’ তৈরি করেছে। সেই তহবিলে ২৫ লাখ রুপি দান করেছেন বলিউড তারকা আমির খান। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের খবর প্রচার করেননি এই অভিনেতা।

বিভিন্ন সময়ে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছেন তিনি। অর্থ সহায়তা করেছেন কঠিন পরিস্থিতিতে। বলিউড তারকার এবারের সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। এ অর্থ গৃহহারাদের পুনর্বাসনের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে সিনেমা থেকে কিছুটা দূরে আছেন তিনি। তার সবশেষ ছবি ছিল ‘লাল সিং চাড্ডা’। সেটি মুক্তি পায় ২০২২ সালে। আমির খানকে উজ্জ্বল নিকুম্ভের বায়োপিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সেটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

শেয়ারনিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে