ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইউনিলিভার বাংলাদেশের নতুন এইচআর পরিচালক দুরদানা কবির

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৯:২১:২০
ইউনিলিভার বাংলাদেশের নতুন এইচআর পরিচালক দুরদানা কবির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স (এইচআর) পরিচালক হিসেবে সৈয়দা দুরদানা কবিরের নাম ঘোষণা করেছে ।

এইচআর পরিচালক হিসাবে সৈয়দা দুরদানা কবিরের নিয়োগ গত ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। দুরদানা ইউনিলিভারের ব্যবস্থাপনা কমিটি এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার এইচআর লিডারশিপ টিমে যোগ দেবেন।

মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে দুরদানার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এই বিস্তৃত অভিজ্ঞতা তাঁকে নানাবিধ জটিল পরিস্থিতির মধ্যে থেকেও বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করে তাঁর দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।

কর্মজীবনে বিভিন্ন বিভাগে দুরদানা আগের পদগুলোতে দায়িত্ব পালনকালে কার্যকর মানবসম্পদ কৌশল গ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইউবিএলে যোগদানের আগে ২০১৫ সালে প্রথম নারী এইচআর ডিরেক্টর হিসেবে দুরদানা নেসলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি নেসলের মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং পরবর্তী সময় মধ্য ও পশ্চিম আফ্রিকা অঞ্চলের ট্যালেন্ট অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করেন। দুরদানা ব্রিটিশ এয়ারওয়েজের তাঁর কর্মজীবন শুরু করেন।

সৈয়দা দুরদানা কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এই বিষয়ে বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশের নতুন এইচআর ডিরেক্টর হিসেবে যোগদান করায় সৈয়দা দুরদানা কবিরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর এই নিয়োগ ইউবিএলের ব্যবস্থাপনা কমিটিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আমাদের কোম্পানি এমন একটি কাজের ক্ষেত্র তৈরি করতে চায়, যেখানে সবাই নিজের উন্নয়ন ঘটাতে পারবে।’

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে