ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘ভারতের বিরুদ্ধে শিখ হত্যার তথ্য পেয়েছে ফাইভ আইজ’

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৭:৩৪:২৪
‘ভারতের বিরুদ্ধে শিখ হত্যার তথ্য পেয়েছে ফাইভ আইজ’

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডাসহ মিত্রদেশগুলোর গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ এর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যায় জড়িত থাকার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন। কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন এ তথ্য জানিয়েছেন। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গোয়েন্দা জোট ফাইভ আইজ।

সিটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড কোহেন বলেন, ‘ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য শেয়ার করা হয়েছিল। আর সেসবের সাহায্যেই প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) বিবৃতিটি দেন।’

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ডেভিড কোহেনের আংশিক মন্তব্য প্রচার করেছিল সিটিভি। যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে সম্পূর্ণ সাক্ষাৎকারটি রোববার প্রচার করা হবে বলে জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কানাডীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেছিলেন, হারদীপ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ কানাডায় ভারতীয় কূটনীতিকদের নজরদারির ভিত্তিতেই তৈরি করা হয়েছে। যার মধ্যে গোয়েন্দা তথ্য দিয়েছে এক গুরুত্বপূর্ণ মিত্র দেশ। যদিও মিত্র দেশের নাম প্রকাশ করেননি সেই কর্মকর্তা।

শিখ নেতা হারদীপ সিং নিজার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হারদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার।

হারদীপ সিং হত্যায় ভারতের এজেন্টের জড়িত থাকার অভিযোগ এনে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে ভারতও কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে ৫ দিনের মধ্যে দিল্লি ছাড়ার আদেশ দেয়।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কানাডা তার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে পরামর্শের তালিকা হালনাগাদ করেছে। এর জবাবে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পরই কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় নয়াদিল্লি। কানাডা এখনো ট্রুডোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি।

উল্লেখ্য, ভারতে জন্মগ্রহণ করা হারদীপ সিং নিজার ২০০৭ সালে কানাডীয় নাগরিক হন। ভ্যাঙ্কুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে এ বছরের জুন মাসে তাকে গুলি করে হত্যা করার আগে বহু আগেই ভারত সরকার তাকে খুঁজছিল।

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে