ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল: ভারত

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৯:২৩:৩১
কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল: ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা কোনোভাবেই কমছে না। ইতিমধ্যেই দুই দেশ একে অপরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করেছে। কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত আরও এক ধাপ এগিয়েছে। এবার কানাডার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল ভারত। কানাডা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল বলে দাবি করেছে দেশটি। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, কানাডাকে তার বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে তার আন্তর্জাতিক খ্যাতি নিয়ে উদ্বিগ্ন হওয়া দরকার। তিনি বলেন, আপনি সুনাম সংক্রান্ত এবং সুনামের ক্ষতির বিষয়ে যদি কথা বলেন তাহলে কানাডার কথা বলতে হয়। দেশটি সন্ত্রাসী চরমপন্থী এবং সংগঠিত অপরাধের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খ্যাতি বাড়ছে।

জি-২০ সম্মেলনে কানাডা এবং ভারতের সাথে সরাসরি কিছু ঘটতে চলেছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিরস্কার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডায় ভারতীয় দূতাবাসে খালিস্তান সমর্থকদের হামলা এবং দেশে ভারত বিরোধী কার্যকলাপের জন্য মোদি সরাসরি ট্রুডোর কাছে তার বিরক্তি প্রকাশ করেছেন।

এরপর জাস্টিন ট্রুডো ভারত থেকে দেশে ফেরার পর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে কানাডা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তখন ভারত জানায়, রাজনৈতিক কারণে কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে।

এরপর গত সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে সরাসরি প্রথম বিস্ফোরক দাবি করেন ট্রুডো। পার্লামেন্টে সেইদিন তিনি বলেন, কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে।

কানাডার হাউজ অব কমন্সের সভায় দেশটির প্রধানমন্ত্রী বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা হারদিপ হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। এরপরেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক এখন তলানিতে।

শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে