ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ম্যারিকোর মিরসরাই ইউনিটের উৎপাদন শুরু

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৯:১৩:৩৭
ম্যারিকোর মিরসরাই ইউনিটের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড মিরসরাই ইকোনমিক জোনে (এমইজেড) অবস্থিত কোম্পানিটির তৃতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাই ইউনিটে প্রাথমিক পর্যায়ে ম্যারিকো’র ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল (ভাহো) পণ্যসমূহ উৎপাদন হবে। এজন্য ২২০ কোটি টাকার বড় বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধাপে ব্যয়ের পরিকল্পনা করেছে ম্যারিকো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরসরাই ইউনিটটি নতুন অর্থনৈতিক সুযোগের সূচনা করেছে। ফলে এমইজেড সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরি সুযোগ তৈরি হয়েছে।

ম্যারিকো বাংলাদেশ-এর ৯৯ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং ম্যারিকো ‘মেইড ইন বাংলাদেশ’-এর প্রতিনিধিত্বকারী একটি গর্বিত প্রতিষ্ঠান।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে