ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

‘জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন’

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৭:১০:৪৯
‘জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন’

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠে মঞ্চটির আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে। বলেছেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের

ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে জানা গেছে, বেয়ারবক বলেছেন, ‘এবিষয়ে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এবিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জি-৪ এর দেশগুলির সঙ্গে একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে জি-৪ দেশ বলা হয়। এরা সকলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চায়। এরজন্য একে অপরকে সাহায্যও করে দেশগুলি।

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাদেরই বৈঠক ছিল । নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে দেশগুলির প্রতিনিধিদের।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে