ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিমানে ক্রুর হাত ধরে টানাটানি, যাত্রী গ্রেপ্তার

২০২৩ সেপ্টেম্বর ২২ ১০:২০:৪২
বিমানে ক্রুর হাত ধরে টানাটানি, যাত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : বিমানের ক্রুদের হাত ধরে টানাটানির অভিযোগে যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে যাত্রীর দাবি, ক্রু তার পরিচিত ও ঘনিষ্ঠ বন্ধু। খবর এনডিটিভির

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে এয়ার এশিয়ার একটি বিমানে। ওই যাত্রী তখন মাতাল অবস্থায় ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর ভারতের গোয়ায় বিমানটি উড্ডয়নের আগমুহূর্তে এমন ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম নিখিল কুমার (৪০)। তিনি বিমানে ক্রুর হাত ধরে টানাটানি এবং দুর্ব্যবহার করেন। এ সময় বিমানের বাকি যাত্রীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করেন। যাত্রীর এমন আচরণে ক্রু বিব্রত। পরে বিষয়টি তার বাকি সহকর্মীদের জানালে তারা তাকে পুলিশে সোপর্দ করে। তবে ওই ব্যক্তি বর্তমানে জামিনে রয়েছেন।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে