ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্যে

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৬:২৩:৫৫
মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং মিলের উৎপাদন ১১০ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্যে আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য এর উৎপাদন ১২ মাস বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির কারখানা আধুনিকায়নের জন্য নতুন মেশিনারিজ আমদানি করবে এবং পুরোনো মেশিনারির জায়গায় নতুন মেশিন প্রতিস্থাপন করবে। এ কারণে কোম্পানিটির উৎপাদন দীর্ঘ সময় বন্ধ থাকবে।

কোম্পানিটি ভবনের নির্মাণ কাজ, নতুন মেশিন স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের কাজ করবে। কোম্পানিট আশা করছে নির্ধারিত মেয়াদে বিএমআরই প্রকল্প সম্পন্ন হবে।

কোম্পানিটি জানায়, পুরোনো যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হবে। কোম্পানির ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কোম্পাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

মেট্রো স্পিনিং কর্তৃপক্ষ আরও জানায়, বিএমআরই প্রকল্প সম্পন্ন হওয়ার পর কোম্পানিটির বিদ্যমান উৎপাদন ক্ষমতা প্রায় ১১০ শতাংশ বৃদ্ধি পাবে। এতে কোম্পানিটির টার্নওভার ও মুনাফাও উল্লেখযোগ্যহারে বাড়বে।

শেয়ারনিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে