ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

স্কুলে নেকাব নিষিদ্ধ করল মিসর

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৭:৩৮:৩৮
স্কুলে নেকাব নিষিদ্ধ করল মিসর

আন্তর্জাতিক ডেস্ক : মিশর মুসলিম বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে যেটি ছাত্রীদের জন্য মাথা ও মুখ ঢেকে নেকাব নিষিদ্ধ করেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে। খবর দৈনিক আখবার আল ইওমের।

বিজ্ঞপ্তিতে সরাসরি ‘নেকাব’ নামটি উল্লেখ না করে বলা হয়েছে, মুখমন্ডল আড়াল করে রাখে এমন কোনো পোশাক আর এখন থেকে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

আরও বলা হয়েছে, মেয়ে স্কুলশিক্ষার্থীরা চাইলে স্কুলে হিজাব বা হেডস্কার্ফ পরে আসতে পারবে, তবে কোন রঙের হিজাব তারা পরবে— তা নির্ধারণ করবে মন্ত্রণালয় এবং স্থানীয় শিক্ষা দপ্তর বা কর্তৃপক্ষ। তবে যেসব মেয়ে শিক্ষার্থী স্কুলে হিজাব পরে আসবে, তাদেরকে অবশ্যই স্কুল এবং স্থানীয় শিক্ষা দপ্তরকে নিশ্চিত করতে হবে যে তারা অভিভাবক বা অন্য কারো চাপে পড়ে নয়; সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছায় হিজাব পরছে।

শিক্ষা মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তিতে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের পছন্দ-অপছন্দ সম্পর্কে অবশ্যই অভিভাকদের সচেতন থাকতে হবে এবং কোনো শিক্ষার্থীকে হিজাব পরতে অভিভাবকরা জোর করছেন কিনা, সে সম্পর্কে নিয়মিত খোঁজ রাখবে মন্ত্রণালয়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে স্কুল শিক্ষাবর্ষ শুরু হবে মিসরে। ওই দিন থেকে এই আইন দেশটির সব সরকারি-বেসরকারি স্কুলে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে । এদিকে সোমবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জারির পর থেকেই এ বিষয়ে সমালোচনা শুরু হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচক নেটিজেনদের একাংশের অভিযোগ, মন্ত্রণালয়ের এই নতুন আদেশ নারীদের অধিকারের পরিপন্থী।

অপর অংশের মতে, নেকাব একটি ‘ধর্মীয় বাধ্যবাধকতা’ এবং একে অবশ্যই রাজনীতি থেকে দূরে রাখা উচিত।

শেয়ারনিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে