ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারদর ৮১ শতাংশ বৃদ্ধির পর ডিএসইর সতর্কতা

২০২৩ সেপ্টেম্বর ১১ ১৮:০৭:০২
শেয়ারদর ৮১ শতাংশ বৃদ্ধির পর ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর প্রায় ৮২ শতাংশ বেড়েছে গত ১৭ কার্যদিবসে। অর্থাৎ এক মাসেরও কম সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আর এই সময়ে এসে কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক বার্তা দিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে কোম্পানিটির শেয়ারদর হিসেবে আরএসআই অবস্থান করছে ৮০.৮৬ পয়েন্টে। সে হিসেবে কোম্পানিটির শেয়ারদর এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আর ২৮ টাকার শেয়ার যখন অল্প সময়ের মধ্যে ৫২ টাকার বেশিতে লেনদেন হয়, তা এমনিতেই খুব ঝুঁকিপূর্ণ। সবদিকে থেকে কোম্পানিটির শেয়ার যখন বড় ঝুঁকির কিনারে, ঠিক সে সময়েই ডিএসই কোম্পানিটির শেয়ার নিয়ে সতর্ক বাতা দিয়েছে।

ডিএসইর এই সতর্ক বার্তাকে বিনিয়োগকারীরা তিরস্কার হিসেবে নিয়েছেন। তারা বলছেন, একটি কোম্পানির শেয়ারদর ৮০-১০০ শতাংশ বৃদ্ধির পর যদি ডিএসই সতর্ক বার্তা দেয়, তাহলে তা বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণার সামিল। কারণ এখন এই কোম্পানিটির শেয়ার থেকে বিনিয়োগকারীরা বের হবার পর্যাযে রয়েছেন। আর সেই সময়ে ডিএসই সতর্ক বার্তা দিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করছে।

এর আগেও গত মে মাসে কোম্পানিটির শেয়ারদর যখন ২৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকা ৭০ পয়সা হয়, তখন ডিএসই থেকে কোম্পানিটির শেয়ার নিয়ে সতর্ক বার্তা জানিয়েছে। সে সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল ৯ টাকা ৭০ পয়সা বা ৩৮ শতাংশের কিছু বেশি। সে সময় কোম্পানিটি ডিএসইকে জানিয়েছিল কোন কারণ ছাড়াই শেয়ারদর বৃদ্ধি পাচ্ছে।

কিন্ত এরপরই কোম্পানিটির মালিকানা আগের মালিক পক্ষ থেকে নতুন মালিক পক্ষ শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দেয়। এরপর কিনেও নেয়। কিন্তু এই খবর আগে থেকেই বাজারে ছড়িয়ে পড়ে। যার কারণে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পায়। অথচ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে কোন প্রকার মূল্য সংশোধনী তথ্য নেই।

অথচ তার কিছুদিন পরেই কোম্পানিটির কয়েকটি মূল্য সংশোধনী তথ্য ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। কিন্তু সেই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বা ডিএসই এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ নেয়নি।

যার কারণে আবারও নতুন করে কোম্পানিটির শেয়ার নিয়ে চলছে কারসাজি। আর সেই কারসাজির শেয়ার নিয়ে যেখানে আরও আগে থেকেই সতর্ক বাতা জানানো প্রয়োজন থাকলেও তা জানিয়েছে ৮১ শতাংশের বেশি শেয়ারদর বৃদ্ধির পর। তাহলে কি শুধু সতর্ক বার্তা দিয়েই ডিএসই নিজেদের দায় মূক্ত রাখতে চায়? প্রশ্ন বিনিয়োগকারীদের।

শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে