ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

জি২০ শেষ না হতেই চীনের বিরুদ্ধে যুদ্ধের মহড়া ভারতের?

২০২৩ সেপ্টেম্বর ১১ ১৭:৩৩:২৪
জি২০ শেষ না হতেই চীনের বিরুদ্ধে যুদ্ধের মহড়া ভারতের?

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লিতে জি২০ সম্মেলন শেষ হতে না হতেই চীনের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়ে দিলো ভারত। কার্যত যেন যুদ্ধের মহড়া শুরু করলো।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার জম্মু থেকে বোতাম টিপে শিল্যান্যাস করবেন বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড এর। চীন সীমান্তের কাছে নিয়মাতে এই নির্মাণ করবে বর্ডার রোড কন্সট্রাকশন।

চীনের নাকের ডগায় এই ফাইটার এয়ারফিল্ড তৈরির বিষয়টি অনেকটা চীনের লাল ফৌজ-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো।

লাদাখের নিয়মাতে অবস্থিত এই এয়ারফিল্ডটি হবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ অলটিচুডে অবস্থিত ফাইটার প্লেনের ঘাঁটি।

বর্ডার রোড কনস্ট্রাকশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী জানিয়েছেন, তিনহাজার ৪৮৮ কিলোমিটার বিশিষ্ট লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত সম্প্রতি ২৪৫টি সামরিক প্রকল্প নিয়েছে যার দ্বারা চীনকে ছবক শেখানো যেতে পারে।

বর্ডার রোড কন্সট্রাকশনের বাজেট ভারত সরকার যেভাবে বাড়িয়েছে তার একটি খতিয়ান দেন তিনি। ২০০৮ সালে এই সংস্থার বাজেট ছিল তিন হাজার কোটি রুপি। ২০১৭ সালে তা বেড়ে হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার কোটি রুপি।

২০১৯ সালে বিআরসি’র বাজেট ছিল আট হাজার কোটি রুপি। ২০২২-এ এই বাজেট দাঁড়ায় ১২ হাজার ৩৪০ কোটি রুপি।

লেফটেন্যান্ট জেনারেল বলেন, এর দ্বারা বোঝা যাচ্ছে চীনের বিরুদ্ধে ভারত কীভাবে নিজেদের সাজাচ্ছে।

শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে