ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

২০২৩ সেপ্টেম্বর ১০ ১০:২৭:৫৫
ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজারে ছাড়িয়েছে। এ পর্যন্ত কয়েক লাখ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

সংস্থাটি জানিয়েছে, ভূগর্ভের ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মরক্কোর সদস্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটলাস পর্বতশ্রেণিতে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছানো বেশ কঠিন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন শহরের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথম আঘাতের ১৯ মিনিট পর আবার ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। প্রতিবেশী আলজেরিয়া থেকেও এই ভূমিকম্প অনুভূত হয় তবে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্সটুডে, বিবিসি

শেয়ারনিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে