ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ইস্টার্ন হাউজিংয়ের

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১৯:১৪:১৭
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ইস্টার্ন হাউজিংয়ের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার পরের বছর ২০১৯ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবছর ২০২৩ সালে ২৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে। এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা। আগের অর্থবছরে যা ছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫.৩০ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে ছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়। আগের অর্থবছর শেষে ছিল ৭৪ টাকা ৭১ পয়সায়।

ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে