ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

রাজনীতিকে বিদায় জানালেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১৭:২৩:৩১
রাজনীতিকে বিদায় জানালেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফিনিশের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের কৌশলগত উপদেষ্টা হিসেবে নতুন ভূমিকা নিতে তার এমপি পদ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

২০১৯ সালে তিনি ইউরোপের কনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ আবেদনের সফল তত্ত্বাবধান করেছিলেন। চলতি মাসের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রধান হিসাবে তার পদ ছেড়েছিলেন।

তবে ভবিষ্যতের নির্বাচনে অংশ নেয়া বা শীর্ষ ইউরোপীয় চাকরির জন্য আবেদন করার বিষয়টি অস্বীকার করেননি তিনি। বলেছেন, এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা নেই তার।

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৪ বছর বয়সে দায়িত্ব নেয়ার সময় মেরিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছিলেন এবং একটি অস্থির অবস্থা থেকে ফিনল্যান্ডকে বের করে আনতে সাহায্য করেছিলেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তিনি ইউক্রেনের একজন শক্তিশালী সমর্থক হয়ে ওঠেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদ লাভের পক্ষে তার সামরিক নিরপেক্ষতার অবসান ঘটাতে সক্ষম হন। দলীয় নেতার পদ থেকে পদত্যাগের আগে গত ১ সেপ্টেম্বর তিনি শেষবারের মতো দলীয় সম্মেলনে সভাপতিত্ব করেন। সূত্র: এপি।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে