ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে ইতিবাচক ধারায় শেয়ারবাজার

২০২৩ সেপ্টেম্বর ০৮ ২০:১৬:১১
সপ্তাহের ব্যবধানে ইতিবাচক ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে সূচক ও লেনদেন ইতিবাচক ধারায় রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৮ শতাংশ। সপ্তাহের ডিএসইর প্রধান মূল্যসূচকও বেড়েছে এবং পতনের চেয়ে দর বৃদ্ধি কোম্পানির সংখ্যাও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৯৪ কোটি ০৯ লাখ টাকার বা ১৭.৬৮ শতাংশ। এছাড়া লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও বেড়েছে ৩৭২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ২৮০ টাকা।

লেনদেনের সঙ্গে ডিএসইর প্রধান সূচকও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।

তবে কমেছে অন্য দুই সূচক। সপ্তাহের ব্যবধানে ‘ডিএসই-৩০’ সূচক কমেছে ৪.৫১ পয়েন্ট। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ৩.৩৩ পয়েন্ট।

গেল সপ্তাহে ডিএসইতে ৪০৩ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৮২টির, কমেছে ৭৮টির। আর দর অপরিবর্তিত রয়েছে ২২৩টির।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে