ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটিয়ে দিলেন বিক্ষুব্ধ ব্যক্তি

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৫:৪৮:০৮
মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়া ছিটিয়ে দিলেন বিক্ষুব্ধ ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকের দিকে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি হলুদ ছিটিয়ে দিয়েছেন। তিনি মহারাষ্ট্রের রাখাল সম্প্রদায়ের অন্তর্গত। তিনি এবং অন্য একজন ব্যক্তি তাদের সম্প্রদায়ের জন্য কোটা সংরক্ষণের দাবিতে মন্ত্রীর কাছে গিয়েছিলেন। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সোলাপুর বিভাগের সরকারি রেস্ট হাউজে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যাচ্ছে রাখাল সম্প্রদায়ের ওই ব্যক্তি মন্ত্রীকে একটি কাগজ দিয়েছেন। এরপর মন্ত্রী উঠে দাঁড়িয়ে পড়েন। তারপর পকেট থেকে হলুদের গুঁড়া বের করে মন্ত্রীর মাথায় ছিটিয়ে দেন। এই ঘটনায় হতবিহ্বল হয়ে যান আশপাশের লোকজন ওই ব্যক্তিকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারেন।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ওই ব্যক্তির নাম শেখর বাঙ্গালে। তিনি বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এমন কাজ করেছেন। তফসিলি উপজাতির অধীনে আরও কোটার জন্য রাখাল সম্প্রদায়ের দাবি সরকারকে মেনে নেওয়া উচিত বলে হুঁশিয়ারি দেন ওই ব্যক্তি। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের অনুষ্ঠানে কালো কালি ছুড়ে মারা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ জানিয়েছেন, হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়ার ঘটনায় তিনি কিছু মনে করেননি। কারণ ধর্মীয় রীতিনীতিতে হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

তাহলে আপনার লোকজন কেন ওই ব্যক্তিকে মারধর করেছে? এমন প্রশ্নের জবাবে এ মন্ত্রী বলেছেন, ওই সময় কেউ বুঝতে পারেনি কি হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে উপস্থিত সবাই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখায়।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে