ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালিতে জোড়া হামলায় সেনাসহ নিহত ৬৫

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১১:৪২:৪৪
মালিতে জোড়া হামলায় সেনাসহ নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পূর্ব মালিতে দুটি পৃথক জঙ্গি হামলায় সেনাসদস্যসহ অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে দেশটির অন্তর্বর্তী সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে জঙ্গিরা হামলা চালায়। কমপক্ষে ৪৯ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা নিহত হয়েছে। বৃষ্টিতে গাঁও শহর প্লাবিত হওয়ায় বাসিন্দারা নৌকায় করে নিরাপদে যাচ্ছিলেন। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালায়।

বন্দুকধারীরা মালির উত্তর-পূর্বে গাঁও অঞ্চলের প্রশাসনিক বিভাগ বোরেম সার্কেলের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এ সময় সেনাদের হাতে অন্তত ৫০ জন হামলাকারী নিহত হয়। এসব ঘটনায় মালির অন্তর্বর্তী সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে