ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেষ বেলার সেল প্রেসারে শেয়ারবাজারে ছন্দপতন

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৪:৫৯:১৯
শেষ বেলার সেল প্রেসারে শেয়ারবাজারে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কাযদিবস বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দিনের শুরু থেকেই সূচক ছিল উর্ধ্বমূখী। বেলা ১ টার সময়েও ডিএসইর প্রধান সূচক ছিল প্রায় ১৫ পয়েন্ট পজেটিভ। কিন্তু এরপর থেকেই শেয়ারবাজারে সেল প্রেসার শুরু হয়। সেল প্রেসারের কারণে আজ দিন শেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনও কমেছে আগের দিনের থেকে ৩৪ কোটি টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের শুরুতে বিনিয়োগকারীরা শেয়ার কেনায় মনযোগ থাকার কারণে সূচকের উত্থান ছিল। তবে দিনের শেষে বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার সেল দিয়েছে। এতে করে বাজারের বড় আঁকারের সেল প্রেসার সৃষ্টি হয়। যার কারণে দিন শেষে শেয়ারবাজার পতনের মধ্য দিয়ে দিন পার করেছে।

বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৯ পয়েন্টে ও দুই হাজার ১৩৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৯ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির দর। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০০ কোটি ৭৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৪.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.৪৪ পয়েন্ট, সিএসই৫০ সূচক ১.৪০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪.৪০ পয়েন্ট এবং সিএসআই ০.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫১ পয়েন্টে, একহাজার ৩০৭ পয়েন্টে, ১৩ হাজার ৪০৪ পয়েন্টে এবং একহাজার ১৭৪ পয়েন্টে।

সিএসইতে আজ ১৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৫৯টির আর দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি। সিএসইতে আজ ৮ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে