ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পরিবর্তন আসছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতিতে

২০২৩ সেপ্টেম্বর ০৭ ০৯:৫৫:৩৭
পরিবর্তন আসছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতিতে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ভ্রমণ ভিসা নীতি পরিবর্তন হচ্ছে। ১৫ নভেম্বর থেকে শিশুসহ সমস্ত বিদেশী নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের জন্য একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রয়োজন হবে। এই নিয়ম ব্রিটিশ এবং আইরিশ নাগরিক ছাড়া সব বিদেশী প্রযোজ্য। নতুন সিস্টেমের অধীনে যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিট করার আগে ইটিএ-এর মাধ্যমে অনুমতি নিতে হবে।

এর অর্থ হচ্ছে বিদেশীরা বর্তমানে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে সক্ষম, কিন্তু যুক্তরাজ্যে ‘লিগ্যাল রেসিডেন্ট’ নন, তাদের ১৫ নভেম্বরের পরে যুক্তরাজ্যে প্রবেশের জন্য একটি ইটিএ প্রয়োজন হবে৷ যুক্তরাজ্যে তাদের অবস্থান ৬ মাসের কম হবে। এবং ভ্রমণের উদ্দেশ্য হবে পর্যটন, পরিবার বা বন্ধুদের সাথে দেখা, ট্রানজিট, ব্যবসা এবং স্বল্পমেয়াদী অধ্যয়ন।

দীর্ঘ মেয়াদে পড়ালেখা, কাজ বা অন্য কোনেও কারণে যুক্তরাজ্যে যেতে চাইলে ভিসার জন্য আবেদন করতে হবে। ইটিএ-এর জন্য যুক্তরাজ্যে ভ্রমণের জন্য বুকিংয়ের আগেই আবেদন করতো হবে।

আবেদন মঞ্জুর হলে তা দুই বছর বা পাসপোর্টের মেয়াদ অনুযায়ী যেটি আগে হয় সে পর্যন্ত ‘মাল্টিপল’ (দুইবারের বেশি) ভ্রমণের জন্য অনুমতি বৈধ বলে বিবেচিত হবে। বৈধ ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ ছাড়া যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ‘চেক ইন’ করা যাবে না।

যদি আবেদনটি অনুমোদিত হয়, তাহলে পারমিটটি দুই বছরের জন্য 'একাধিক' (দুইটির বেশি) ভ্রমণের জন্য বৈধ বলে বিবেচিত হবে বা পাসপোর্টের বৈধতা, যেটি আগে। আপনি বৈধ ইটিএ ছাড়া ইউকে ভ্রমণের জন্য 'চেক ইন' করতে পারবেন না। ইটিএ ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে ডিজিটালি সংযুক্ত থাকবে। তাই এর পেপার কপি দেখানোর প্রয়োজন হবে না। তবে ইটিএ সংক্রান্ত নিশ্চিতকরণ ইমেইলটি সঙ্গে রাখা যেতে পারে।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন থাকলেই যুক্তরাজ্যে প্রবেশের নিশ্চয়তা মিলবে না। যুক্তরাজ্যে প্রবেশের জন্য অবশ্যই ‘পাসপোর্ট কনট্রোল’ (ইমিগ্রেশন) অতিক্রম করতে হবে। যে পাসপোর্ট দিয়ে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের’ আবেদন করা হবে সেই পাসপোর্ট সঙ্গে রাখতে এবং ভ্রমণের পুরো মেয়াদে সেই পাসপোর্টের বৈধতা যেন থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

বিকল্প স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ইটিএ থাকলেই যুক্তরাজ্যে নিশ্চয়তা মিলবে না। যুক্তরাজ্যের জন্য অবশ্যই ‘পাসপোর্ট কনট্রোল’ (ইমিগ্রেশন) যোগ করতে হবে। যে পাসপোর্ট দিয়ে ইটিএ আবেদন করতে হবে পাসপোর্টের সাথে রাখতে এবং ভ্রমণের যথেষ্ট পরিমাণে সেই ট্র্যাভেলের কোডটি পাস করতে হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর বলেছে, যুক্তরাজ্যে ভ্রমণের নিয়ম বদলে যাচ্ছে। এটি ভ্রমণকারীর ওপর কী প্রভাব পড়বে তা জানতে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ সার্চ দিয়ে জানা যেতে পারে।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে