ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পাকিস্তানজুড়ে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

২০২৩ সেপ্টেম্বর ০৩ ০৯:৫৩:৫৯
পাকিস্তানজুড়ে দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে অতিরিক্ত পরিমাণে বিদ্যুতের বিল এবং মূল্যস্ফীতির কারণে সারাদেশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। দেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে উচ্চ জ্বালানি বিল জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। খবর আল-জাজিরার।

শনিবার (০২ সেপ্টেম্বর) লাহোর, করাচি এবং পেশোয়ারে অসংখ্য বাজার বন্ধ ছিল। বন্ধ থাকা বাজারগুলোতে বিদ্যুতের বিল এবং অযৌক্তিক কর বৃদ্ধির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।

লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রতিবাদে সবাই অংশগ্রহণ করছে কারণ পরিস্থিতি এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। কিছু ত্রাণ দিতে হবে যাতে লোকেরা টেবিলে খাবার রাখতে পারে।’

কয়েক দশকের অব্যবস্থাপনা এবং অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে। দুরাবস্থা কাটাতে এবং খেলাপি হওয়া থেকে বাঁচতে এই গ্রীষ্মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি করেছে ইসলামাবাদ।

দেশটিতে ব্যবসায়ীদের প্রভাব অনেক বেশি। তাই সামনে নির্বাচনকে মাথায় রেখে আইএমএফের সঙ্গে যেকোনো চুক্তিতে পাশে রাখতে হয় তাদের।

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে