ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মুম্বাইয়ে অমিতাভের বাড়িতে মূখ্যমন্ত্রী মমতা

২০২৩ আগস্ট ৩১ ১২:০৯:৫৪
মুম্বাইয়ে অমিতাভের বাড়িতে মূখ্যমন্ত্রী মমতা

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বাই গিয়েছেন। গতকাল বুধবার (৩০ আগস্ট) রাখি পূর্ণিমার উৎসবে রাখি পরাতে অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক বরাবরই বলিউড শাহেনশার সঙ্গে। তাকে আপন বড় দাদার মতোই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভ বচ্চনের বাড়িতে এই উৎসবে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিগ বি এবং তার পরিবারের সঙ্গে দেখা করে মমতা বলেন, ওরাই ভারতের ১ নম্বর পরিবার।

অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ওকে (অমিতাভ বচ্চন) ভারতরত্ন বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি ওকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি ওকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’

উপস্থিত সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এর আগেও বহুবার মুম্বাইয়ে এসেছি। তবে এই প্রথম অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ হলো। অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া রাই, শ্বেতা, আরাধ্যা সবার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। ওদের সঙ্গে পুরোনো দিনের কথাও হয়েছে। অমিতাভ কলকাতা থেকেই জীবনের শুরু করেছিলেন। ওর পরিবারেরও অনেক অবদান রয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘অমিতাভ বচ্চনের পরিবারকে কলকাতায় দুর্গাপূজা দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছি। অমিতাভ বচ্চন না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। শাহরুখ, সালামানও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটও আসেন। আমি অমিতাভজিকে রাখি পরিয়েছি। ওর সঙ্গে মহারাষ্ট্রবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকেও রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু ভাইদের নয়, বোনদেরও রাখি বাঁধি। এটাই আমাদের পরম্পরা, কারণ নারী-পুরুষ আলাদা নয়।’

এদিন অমিতাভ, জয়া, ঐশ্বরিয়া, শ্বেতা, অভিষেক, আরাধ্যা, নব্যা নভেলি নন্দা সবার সঙ্গেই জলসার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া জয়াকে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শেয়ারনিউজ, ৩১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে